সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগ
সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগ কমিটির জন্য যুগ্ম-আহ্বায়ক পদে রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার জুবায়ের মাহমুদ।
বুধবার বিকেলে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান জনির হাতে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।
এসময় যুগ্ম-আহ্বায়ক পদ প্রত্যাশী ইঞ্জিনিয়ার জুবায়ের মাহমুদ জানান, ‘আমি সাটুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে আজ আমার রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। ২০০৮ সাল থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। আমি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক ছাড়াও ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার বাবা আ. রউফ টানা ৪ বারের ধানকোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও চাচা ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় সাটুরিয়ার সব শ্রেণী পেশার মানুষের সাথে আমার ভালো সুসম্পর্ক রয়েছে। তাই আমি যদি সাটুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হতে পারি তাহলে সাটুরিয়া উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার জন্য সব রকমের সহায়তা করতে পারবো বলে আমার বিশ্বাস রয়েছে।’
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি জানান, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশনায় সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। সব পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই শেষে কেন্দ্র্রীয় কমিটির সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটি দেওয়া হবে।’
এসময় জেলা যুবলীগের সদস্য ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলাম মনি, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা যুবলীগের আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ৩ মে থেকে ৮ মে এর মধ্যে জীবন বৃত্তান্ত প্রদানের জন্য বলা হয়।