মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

মানিকগঞ্জ নিউজ ২৪ :: ManikganjNews24 - মানিকগঞ্জের খবর

৪২ গ্রাম হেরোইন সহ ০৭ জন মাদক কারবারী গ্রেফতার ।

আপডেট: ১০:৩১, ২৮ জুন ২০২২

৪২ গ্রাম হেরোইন সহ ০৭ জন মাদক কারবারী গ্রেফতার ।

ছবি : মানিকগঞ্জ জেলা পুলিশ ফেসবুক পেইজ

৪২ (বিয়াল্লিশ) গ্রাম হেরোইন, মূল্য অনুমান=৪,২০,০০০- (চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধারসহ ০৭ জন মাদক কারবারী গ্রেফতার ।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ২৭/০৬/২০২২ইং তারিখ এসআই/মোঃ বিল্লাল হোসেন ভূইয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান পরিচালনা করে হতে ১। খোকন চন্দ্র দাস (২৪), ২। সঞ্জয় হালদার (৩৫), ৩। মিজানুর সান্ডাল (৩৬)দেরকে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ আটক করেন।

একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই/আসাদ মিয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন ফুকুরহাটি কান্দাপাড়া হতে ১। মোঃ চাঁন মিয়া (৫২), ২। বিজয় দাস (৩১), ৩। মোঃ জহিরুল ইসলাম মিয়া (২৬), ৪। মোঃ সোহেল রানা(২৭) দেরকে ৩৮ (আটত্রিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়